আচেহ উপকূলে ডুবতে বসা বোট থেকে ৭১২ বাংলাদেশী ও রোহিঙ্গা উদ্ধার

Slider জাতীয়

75360_r-8

মালয়েশিয়ার সমুদ্র উপকূল থেকে ফিরিয়ে দেয়ার পর ইন্দোনেশিয়ার আচেহ উপকূলে ডোবার মুখে এক বোট থেকে ৭১২ বাংলাদেশী ও মিয়ানমারের রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে বন্দর-নগরী ল্যাংসায় অভিবাসীদের রাখা হয়েছে। আজ স্থানীয় সময় ভোর ৫টার দিকে সুমাত্রা দ্বীপের পূর্ব উপকূলের জেলেরা মাছ ধরার ৬টি বোটে তাদের উদ্ধার করে তীরে নিয়ে যান। মানব পাচারকারী চক্রের শিকার অভিবাসীবোঝাই বোটটি প্রথমে মালয়েশিয়া গেলেও, দেশটির নৌবাহিনী সেটিকে ইন্দোনেশিয়ার জলসীমা অভিমুখে পাঠিয়ে দেয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি। আচেহ উপকূলে পৌঁছানোর পর বোটটি ডুবতে শুরু করে। এ সময় আশপাশের জেলেরা এগিয়ে আসেন এবং আরোহীদের উদ্ধার করে তীরে নিয়ে যান। ইন্দোনেশিয়ার পুলিশ এ তথ্য দিয়েছে। ওই শহরের পুলিশ প্রধান সুনারিয়া বলছিলেন, আমরা অভিবাসীদের কাছ থেকে প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জেনেছি, মালয়েশিয়ার নৌবাহিনী তাদের ইন্দোনেশিয়ার জলসীমা অভিমুখে ঠেলে দিয়েছে। ল্যাংসার এক অভিবাসী কর্মকর্তা সামসুল বাহরি জানান, প্রাথমিক গণনার হিসাবে ৭১২ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। গতকাল পেনাং ও ল্যাঙ্কাওয়ি সমুদ্র উপকূল থেকে অভিবাসীবোঝাই দুটি বোটকে ফিরিয়ে দিয়েছে মালয়েশিয়ার নৌবাহিনী। এদিকে রাতের দিকে থাইল্যান্ড উপকূল থেকে বাংলাদেশী ও রোহিঙ্গাবোঝাই আরেকটি বোটকে ফিরিয়ে দিয়েছে সমুদ্রের দায়িত্বে নিয়োজিত কর্তৃপক্ষ। ওই বোটটিও ইন্দোনেশিয়া অভিমুখে যাত্রা করেছিল বলে জানা গেছে। এর আগে ইন্দোনেশিয়ার আচেহ উপকূল থেকে সমুদ্রে ভাসমান ৫৮২ অভিবাসীকে উদ্ধার করে তাদের আশ্রয় দিয়েছিল দেশটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *