‘রেড অ্যালার্ট নাথিং, এটি সরকারের দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন’

Slider রাজনীতি

75247_ripon

দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে গ্রেপ্তার ও দেশে ফেরত পাঠানোর জন্য ইন্টারপোলের মাধ্যমে জারি করা নোটিসকে নাথিং বলে মন্তব্য করেছে বিএনপি। বৃহস্পতিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কাযার্লয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন, রেড অ্যালার্ট কিছু নয়। এটি সরকারের দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। এ বিষয়ে সংকীর্ণ রাজনীতি না করতে সংবাদ সম্মেলন থেকে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলের আরেক যুগ্ম মহাসচিব যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, আমরা সরকারকে বলতে চাই- সালাহউদ্দিনকে নিয়ে কোন নিষ্ঠুর ও নির্দয় মন্তব্য না করে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে যথাযথ ব্যবস্থা ও সহায়তা করুন। তারা (সরকার) মানবিক আচরণ করবেন বলে আমরা প্রত্যাশা করি। কলকাতার একটি পত্রিকায় ইন্টারপোলের ঢাকা অফিস থেকে রেড নোটিস জারি প্রসঙ্গে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন, ইন্টারপোলের রেড নোটিস- এটা নাথিং। ইন্টারপোল হচ্ছে সারাবিশ্বের পুলিশদের একটি সংগঠন। যে নোটিসটি দেয়া হয়েছে, সেখানে সালাহ উদ্দিন সম্পর্কে বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গিই প্রতিফলিত হয়েছে। এর ভিন্ন কিছুই নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *