বিবৃতিতে অপমান করেছে শামীম ওসমান : না.গঞ্জ প্রেস কাব সভাপতি

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা রাজনীতি সারাদেশ

_Shamim
নারায়ণগঞ্জ থেকে সংবাদদাতা
গ্রাম বাংলা ডেস্ক: নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান সাংবাদিকদের বিরুদ্ধচারণ করে বক্তব্য দেওয়ার পর বিবৃতি প্রদান করে দ্বিতীয়বারের মতো সাংবাদিকদের অপমান করা হয়েছে – অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ প্রেস কাবের সভাপতি হালিম আজাদ।
শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস কাবের হানিফ খান মিলনায়তনে এনটিভির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ তুলেন।
শামীম ওসমানের বক্তব্যের প্রতিবাদে শুক্রবার সকালে নারায়ণগঞ্জ প্রেস কাব প্রতিবাদ সমাবেশের ডাক দিলেও ‘সাংবাদিকদের কাছে শামীম ওসমানের নিঃশর্ত ক্ষমা চওয়ায়’ উল্লেখ করে সে সমাবেশ প্রত্যাহার করে নেয়া হয়।
একই দিন এনটিভির অনুষ্ঠানে হালিম আজাদ নতুন করে আবার শামীম ওসমানের বিরুদ্ধে ওই অভিযোগটি করেন।
হালিম আজাদ বলেন, শামীম ওসমান সাংবাদিকদের যেভাবে আখ্যা  দিয়েছেন পৃথিবীর কোথাও কোনো মানুষ কোনো জীব বিধ্বস্ত উচ্চারণ করতে পারেনি। শামীম ওসমান যেভাবে ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন সে বিবৃতি দিয়ে সাংবাদিকদের শামীম ওসমান দ্বিতীয়বার অপমান করেছে। তার এমন ক্ষমা চাওয়া কুকুর বলার সামিল।
জাতীয় স্পিকারের দৃষ্টি আকর্ষন করে হালিম আজাদ বলেন, শামীম ওসমানের বিরুদ্ধে জাতীয় সংসদে ব্যবস্থা নিতে হবে। আগামী অধিবেশনের প্রথম দিনেই শামীম ওসমানের বিরুদ্ধে স্পিকারকে ব্যবস্থা নিতে হবে। জাতীয় সংসদকে শামীম ওসমান অপমান করেছে। সকল সংসদ সদস্যদের শামীম ওসমান অপমান করেছে।
তিনি আরো বলেন, শামীম ওসমান দানবীয় আনসিফিলাইস ভাষায় সাংবাদিকদের অপমান করেছেন। তার এখন বিচার না হলে সে মানুষের কাঁতারে ফিরে আসবে না। সভ্য মানুষ এ পৃথিবী গড়েছে। কোনো অসভ্য জানোয়ারের মতো বক্তব্য সভ্য মানুষ সহ্য করবে না।
আলোচনায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন।
উল্লেখ্য, সাংবাদিকদের নিয়ে ‘বিরূপ’ মন্তব্যের অভিযোগে সমালোচনার মুখে থাকা নারায়ণগঞ্জের সাংসদ শামীম ওসমান বলেছেন, তিনি সাংবাদিকদের নিয়ে কোনো খারাপ মন্তব্য করেননি। তার ‘অফ দ্য রেকর্ড’ বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে একটি দৈনিক পত্রিকা। তারপরেও প্রকাশিত ওই ‘বিকৃত’ সংবাদ পড়ে সাংবাদিকরা কষ্ট পেয়ে থাকলে তাদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিজের এ অবস্থান তুলে ধরেন শামীম ওসমান। গত রোববার শামীমকে উদ্ধৃত করে প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, ‘সাংবাদিকরা হচ্ছে কুকুর। আমরা যখন ছোট ছিলাম, তখন পাড়ার অনেকে পয়সা হলে বাড়িতে কুকুর পুষত। ওদের বাড়ির সামনে গেলে কুকুরগুলো মুখ ভেংচাত। এরপর যাদের আরও পয়সা হলো, তারা মিডিয়া পোষা শুরু করল। এগুলো হলো অ্যালসেশিয়ান কুকুর। প্রশিক্ষিত। লাথি দিলেও এগুলো কামড়াতে আসে। “যেমন ধরেন, বসুন্ধরার শাহ আলম। ওর আছে চারটা। কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, একটি অনলাইন পত্রিকা আর আরেকটি সান না কী যেন নামের ইংরেজি পত্রিকা। বাবুলের একটা পত্রিকা ছিল, আরেকটা টেলিভিশন নিছে। আজাদ সাহেব, ওনার আগে পত্রিকা ছিল একটা, তার আরেকটা লাগবে। নতুন করে একটি টিভি চ্যানেল নিছে। পত্রিকা আছে একটাই, সেইটা হইলো ইত্তেফাক।”
নারায়ণগঞ্জ প্রেস কাবের আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিদ্দিকুর রহমান, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজম বলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক মানবধিকার ও পরিবেশবাদী সংগঠন নির্ভীকের প্রধান সমন্বয়ক এটিএম কামাল। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নারায়ণগঞ্জ প্রেস কাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও এনটিভির জেলা স্টাফ করেসপনডেন্ট নাফিজ আশরাফ। এসময় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস কাবের সাধারণ সম্পাদক খন্দকার শাহআলম, একুশে টিভির জেলা প্রতিনিধি বিমল রায়, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *