আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

Slider সারাবিশ্ব


আফগানিস্তানের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তালেবানপন্থি একজন ধর্মীয় নেতা রয়েছেন। যিনি ওই মসজিদের ইমাম ছিলেন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দেশেটির হেরাত শহরের গুজরগাহ মসজিদে জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে।

হেরাত পুলিশের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, তালেবানপন্থী ওই ইমাম তার কয়েকজন প্রহরী ও বেসামরিক নাগরিকদের সঙ্গে মসজিদের দিকে যাচ্ছিলেন। এ সময় এক আত্মঘাতী বোমা হামলাকারী তার হাতে চুম্বন করার সময় নিজেকে উড়িয়ে দেন। এতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে ব্লমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। তবে বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।

বোমা হামলার নেপথ্যে থাকা অপরাধীদের অবশ্যই শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *