গাজীপুর সিটি করপোরেশনে সংঘর্ষ দুই কাউন্সিলর সহ আহত-৫

Slider টপ নিউজ

2015-05-13 11.48.52-1

গাজীপুর: পূর্ব শত্রুতার জের ধরে গাজীপুর সিটি করপোরেশনে সরকার সমর্থিত দুই দল ঠিকাদারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই কাউন্সিলর সহ কমপক্ষে ৫জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ভাঙচূর হয়েছে সিটি করপোরেশনের কয়েক কর্মকর্তার কক্ষ।

বুধবার( ১৩ মে) বেলা ১২টার দিকে গাজীপুর নগর ভবনে ওই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর সিটি করপোরেশন ভবনের সামনে(নগর ভবন) ঠিকাদার ও গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগৈর যুগ্ম আহবায়ক শাহজাহান মিয়া
সাজু ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গাজীপুর জেলার সাধারণ সম্পাদক কামরুজ্জামান রিপন ব্যাক্তিগত লেনদেন নিয়ে কথা কাটাকাটি করেন। এক পর্যায়ে দুই ঠিকাদার সমর্থিতরা বিতর্কে জড়িয়ে পড়লে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে ঠিকাদার রিপন ও সাজু আহত হয়। তাদের বাঁচাতে এসে কাউন্সিলর শওকত আলম সরকার
ও জান্নাতুর রহমান এবং  রিপনের ভাই মোঃ আলী  আহত হয়। এক পর্যায়ে সংঘর্ষকারীরা নগর ভবনের বেশ কয়েকজন কর্মকর্তার অফিসও কক্ষ ভাঙচূর করেন।

সরেজমিন দেখা যায়, সংঘর্ষে গাজীপুর সিটি করপোরেশনের প্রকৌশলী মুজিবুর রহমান কাজল, এস এম শামসুর রহমান মাসুদ, শহর পরিকল্পনাবিদ সুমনা শারমিন সহ
বেশ কয়েকজন কর্মকর্তার কক্ষের জানালার কাঁচ ভাঙচূর হয়েছে।
g-1

ঘটনার সংবাদ পেয়ে গাজীপুরের পুলিশ সুপার হারুনর রশীদ বিপুল পরিমান পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রেজাউল হাসান সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

আহতদের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই সংঘর্ষকে কেন্দ্র করে পরবর্তি সময় আরো সংঘর্ষ হওয়ার আশংকা থাকায় নগর ভবনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *