দেশে ৫ মাসের রিজার্ভ আছে, দুশ্চিন্তার কিছু নেই: প্রধানমন্ত্রী

Slider জাতীয়


রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, এভাবেই দেশবাসীকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩০ আগস্ট) সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, দেশে ৫ মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ রয়েছে। এ সময় দুঃসময়ে সমলোচনাকারীরা সরকারের নজরদারিতে আছে বলে জানান প্রধানমন্ত্রী।

এ সময় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, চলতি অর্থবছরে গত বছরের চেয়ে ৫৩ শতাংশ ভর্তুকি বেশি দিতে হচ্ছে সরকারকে। সব দিক বিবেচনায় নিয়েই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষের কষ্ট হচ্ছে এটা উপলব্ধি করছি আমরা। তাই যতটা পারছি চেষ্টা করছি মানুষকে স্বস্তিতে রাখার।

বক্তব্যে সরকারের সমলোচনাকারীদের একহাত নেন প্রধানমন্ত্রী। বলেন, সুযোগসন্ধানীদের ব্যাপারে নজর আছে সরকারের। এদিকে বিশ্বব্যাপী ব্যাপকহারে মুল্যস্ফীতির কারনেই সবকিছুর দাম বেড়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এ সময় সরকারপ্রধান জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণভবন, সবখানেই চলছে বিদ্যুৎ সাশ্রয়ের চেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *