‘ব্রেক্সিট চুক্তি পাস না হলে বিপর্যয় নেমে আসবে যুক্তরাজ্যে’

Slider বিচিত্র

আগামী মঙ্গলবার (১৫ জানুয়ারি) যুক্তরাজ্যের পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি নিয়ে ভোট অনুষ্ঠিত হবে। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে বলেছেন, ব্রেক্সিট চুক্তি পার্লামেন্টে অনুমোদন পেতে ব্যর্থ হলে যুক্তরাজ্যে বিপর্যয় নেমে আসবে।

তাই এমপি’দেরকে চুক্তির পক্ষে ভোট দেওয়ার অনুরোধ করেছেন তেরেসা মে।
এর আগে গত ডিসেম্বরে ব্রেক্সিট চুক্তিটি নিয়ে পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কথা থাকলেও নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় মে ভোটের তারিখ পিছিয়ে দেন।

বিরোধী লেবার পার্টি ছাড়াও মে’র দল কনজারভেটিভ পার্টির অনেক নেতাই প্রধানমন্ত্রীর ব্রেক্সিট চুক্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিপক্ষে ভোট দেওয়ার হুমকি দিয়েছেন। তার চুক্তি মঙ্গলবার প্রয়োজনের চেয়ে সামান্য কম ভোট পাবে বলে আশঙ্কা মে’র।

এ পরিস্থিতিতে ‘দ্য সানডে এক্সপ্রেস’ পত্রিকায় তিনি লিখেছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে ‍যুক্তরাজ্যের বিচ্ছেদের (ব্রেক্সিট) পক্ষে মত দেওয়া জনগণের ইচ্ছাকে এমপি’দের ব্যর্থ হতে দেওয়া উচিত হবে না। ‘এমন হলে বিপর্যয় নেমে আসবে এবং আমাদের গণতন্ত্রের প্রতি আস্থা মুখ থুবড়ে পড়বে। ’

“তাই এ সপ্তাহান্তে পার্লামেন্টের প্রতি আমার বার্তা খুব সাধারণ: রাজনৈতিক খেলা বন্ধ করার সময় হয়েছে এবং সেটাই করুন যেটা আমাদের দেশের জন্য সঠিক। ”

এর আগে শুক্রবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট বলেছিলেন, মে’র চুক্তি অনুমোদন পেতে ব্যর্থ হলে হয়ত ব্রেক্সিটই হবে না। বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাজ্য।

মঙ্গলবার হাউজ অব কমন্সে এমপি’দের ভোটে ব্রেক্সিট চুক্তিটি পাস হোক বা না হোক আগামী ২৯ মার্চ ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) শেষ সময়সীমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *