এবছর ২০২২টি তালবীজ বপন করবে ইকবাল সিদ্দিকী কলেজ

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি

গাজীপুর, ২৩শে আগস্ট ২০২২: গত বছর কমপক্ষে ২০২১টি তালের বীজ বপনের লক্ষ্যমাত্রা নিয়ে ২৬৭৭টি বীজ বপন করতে সক্ষম হয়েছিল গাজীপুর সদর উপজেলার ইকবাল সিদ্দিকী কলেজ। সেগুলো থেকে অনেক চারা গজিয়েছে। এবছর কমপক্ষে ২০২২টি তালবীজ বপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে গতকাল (সোমবার) থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। কর্মসূচি উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী। সোমবার সকালে সদর উপজেলাধীন ভাওয়ালগড় ইউনিয়নের নয়নপুর-হোতাপাড়া সড়কের পাশে কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা ১১৮টি তালবীজ বপণ করে।

উল্লেখ্য, গাজীপুর মহানগর, গাজীপুর সদর এবং শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় ইকবাল সিদ্দিকী কলেজ এবছর কমপক্ষে ২০২২টি তালের বীজ বপন করার কর্মসূচি নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *