প্রশ্নফাঁস চক্র: নার্সিং কলেজের সাবেক অধ্যক্ষসহ গ্রেফতার ৬

Slider বাংলার আদালত

Arrest-rtvonline

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং (পোস্ট বেসিক) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় একটি নার্সিং কলেজের সাবেক অধ্যক্ষসহ প্রশ্নফাঁস চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। রোববার (২১ আগস্ট) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতদের বিস্তারিত নাম পরিচয় জানা যায়নি।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী উপ-পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাবির অধিভুক্ত নার্সিং কলেজের ‘বিএসসি ইন নার্সিং’ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একটি নার্সিং কলেজের সাবেক এক অধ্যক্ষ রযেছেন।

সোমবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান আ ন ম ইমরান খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *