ভারতে আকস্মিক বন্যায় প্রাণ গেল ২২ জনের

Slider সারাবিশ্ব


ভারতের হিমাচল প্রদেশে গত ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসে একই পরিবারের আট সদস্যসহ অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন পাঁচজন। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের পরিচালক সুদেশ কুমার মোখতা শনিবার (২০ আগস্ট) এ তথ্য জানান।

সুদেশ কুমারের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, হিমাচলের মান্ডি, কাংড়া এবং চাম্বা জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আর রাজ্যটিতে এখন পর্যন্ত আবহাওয়া সংক্রান্ত ৩৬টি দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মান্ডিতে মানালি-চন্ডিগড় জাতীয় মহাসড়ক এবং শোঘির শিমলা-চন্ডিগড় মহাসড়কসহ ৭৪৩টি রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে।

শুধুমাত্র মান্ডিতেই ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ১৩ জন মারা গেছেন এবং পাঁচজন নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার অরিন্দম চৌধুরী।

এছাড়া কাশান গ্রামে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং পুলিশের চার ঘণ্টার উদ্ধার অভিযানের পর একই পরিবারের ৮ জনের মরদেহ তাদের বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানান অরিন্দম। ভূমিধসে তাদের বাড়িটি ভেঙে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *