সরকারের মৃত্যুঘণ্টা বেজে গেছে : মান্না

Slider রাজনীতি


নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিশ্বাস করেন, এই সরকার বেশিদিন ক্ষমতায় টিকতে পারবে না। সরকারের মৃত্যুঘণ্টা বেজে গেছে।

শনিবার (২০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, আমাদের দেশ প্রায় দেউলিয়া, ফরেন রিজার্ভ নেই, যা আছে প্রয়োজন অনুযায়ী কম। এজন্য আমরা বাইরের কাছে রিজার্ভ চাচ্ছি, ডলার চাচ্ছি। যা প্রকাশিত সত্য। তারা কি দেবে? কেউ দেওয়ার কথা বলেনি।

তিনি বলেন, কিছু উজবুক দেশ চালাচ্ছে। তাদের একজন হচ্ছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী। তার বিখ্যাত অনেক উক্তি আছে। যেগুলো ইতিহাসে থাকবে, লোকে পড়বে আর বলবে এ রকম মানুষও হয়। তার সর্বশেষ উক্তি হলো- শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রাখতে আমি ভারত সরকারকে বলেছি। প্রশ্ন হলো- শেখ হাসিনা যদি জনগণের সমর্থনে ক্ষমতায় থাকতে পারেন তাহলে কেন ভারতকে উনি এ কথা বলেছেন?

মান্না বলেন, সব প্রতিকূলতা কাটিয়ে আমরা সমাধান খুঁজছি। কারণ যত অত্যাচার করবেন এতে মানুষের প্রতিবাদের ভাষ্য তত শক্তিশালী হয়, মানুষ প্রতিরোধে শক্তি অর্জন করে। এই বিশ্বাস এবং প্রত্যয় নিয়ে আমরা আমাদের সংগঠিত করার চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *