বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চালু করেছে মিশর। অন-অ্যারাইভাল (পোর্ট এন্ট্রি) ভিসা পেতে হলে শর্ত মেনে আবেদন করতে হবে।
সম্প্রতি কায়রোয় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরে এ নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে জানানো হয়, বিভিন্ন কারণে মিশর ভ্রমণ করেন বাংলাদেশিরা। এই ভ্রমণের ক্ষেত্রে তারা ঢাকায় দূতাবাস থেকে ভিসা নিতেন। তবে এখন থেকে শর্তসাপেক্ষে অন-অ্যারাইভাল ভিসা দেওয়া হবে আগ্রহীদের।
যে বাংলাদেশি জাপান, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য বা শেনজেনভুক্ত দেশ ভ্রমণ করেছেন, তারাই কেবল মিশরের অন-অ্যারাইভাল ভিসার এ সুবিধা পাবেন।