অতীত কবর দিয়ে গণতন্ত্রের যাত্রা করবেন এরশাদ

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ রাজনীতি সারাদেশ সারাবিশ্ব

2496c69dbd78c8a92537eeeb23a84be2-images
গ্রাম বাংলা ডেস্ক:  প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অতীতকে কবর দিয়ে এখন সবাই মিলে মিশে সত্যিকার গণতন্ত্রের অভিযাত্রা শুরু করা আহবান জানিয়েছেন।
তিনি আজ সংসদে বিরোধী দলীয় নেতার অনুপস্থিতিতে তার দলের পক্ষে সমাপনী বক্তৃতায় এ আহবান জানান।
তিনি বলেন, তার দল ছায়া সরকার হিসাবে কাজ করছে। যারা জাপাকে কটাক্ষ করছেন তারা প্রকান্তরে গণতন্ত্রকে কটাক্ষ করছেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা হিসাবে দেশের জনগণ আপনার কাছে স্বচ্ছতা, শান্তি, গণতন্ত্র চায়। সন্ত্রাস নৈরাজ্য টেন্ডারবাজী বন্ধ হোক এটা জাতি চায়।’
তিনি বলেন, ‘এটা নিশ্চিত করা হলে বঙ্গবন্ধুর মতো জাতি তার কন্যাকেও চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’
এরশাদ বলেন, জাতীয় পার্টি নেতিবাচক রাজনীতিতে বিশ্বাস করে না। জাপা সংসদে গঠনমূলক কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করছে এবং করে যাবে।
তিনি বাজেট সম্পর্কে বলেন, সহায়ক পরিবেশ নিশ্চিত করলে এ বাজেট বাস্তবায়ন করা সম্ভব হবে। তিনি বলেন, রাজনীতির নামে নৈরাজ্য চলতে দেয়া যায়না। জাতীয় পার্টি এ ধরনের রাজনীতিতে বিশ্বাস করে না।
সূত্র : বাসস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *