বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষে আহত ৩০

Slider রাজনীতি


পঞ্চগড়ের বোদা উপজেলায় বিএনপি ও ছাত্রলীগের সংঘর্ষে উভয় পক্ষের ৩০ কর্মী আহত হয়েছেন। রোববার (৭ আগস্ট) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার পশু হাসপাতালের সামনে সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা শহরের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে।

জানা যায়, জ্বালানি তেলসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বোদা পৌরসভা বিএনপি এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পশু হাসপাতালের সামনে পৌঁছলে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দুপক্ষই একে অপরের দিকে ইটপাটকেল ছোড়ে। এতে উভয় পক্ষের ৩০ কর্মী আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঠাকুরগাঁও হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকিদের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

বোদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনজাম পিয়াল বলেন, ‘প্রধানমন্ত্রীর নামে বাজে স্লোগান দিলে আমরা এর প্রতিবাদ করি। এতে তারা আমাদের ওপর চড়াও হয়। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পাঁচ কর্মী আহত হন।’

বোদা পৌর বিএনপির সদস্যসচিব দিল রেজা আফরোজ চিন্ময় বলেন, তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি মিছিল বের করা হয় বিএনপির পক্ষ থেকে। সেই মিছিলে কোনো কারণ ছাড়াই ছাত্রলীগ কর্মীরা হামলা চালায়। এতে আমাদের ২৫ কর্মী আহত হয়েছে।’

এদিকে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আপাতত পরিস্থিতি পুলিশের আয়ত্তে আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা রয়েছে।
আয়োজনে মহররম পালন করতে চায় সৈয়দপুরে অবাঙালি জনগোষ্ঠী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *