মঙ্গলবার গণফোরামের সঙ্গে বিএনপির সংলাপ

Slider রাজনীতি


ধারাবাহিক রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে এবার গণফোরামের (একাংশের) সঙ্গে সংলাপ করবে বিএনপি। মঙ্গলবার (২ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর মতিঝিলে গণফোরামের কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

রোববার (৩১ জুলাই) দিনগত রাতে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গণফোরামের (একাংশের) সভাপতি মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বে প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোট সমন্বয়ক নজরুল ইসলাম খান সংলাপে অংশ নেবেন।

এ পর্যন্ত জোটের মোট ১২টি দলের সঙ্গে সংলাপ করেছে বিএনপি। দলগুলো হলো- ইসলামী ঐক্যজোট, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, ইসলামিক পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), লেবার পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী), মুসলিম লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম, সাম্যবাদী দল, ডেমোক্রেটিক লীগ (ডিএল), বাংলাদেশ পিপলস লীগ ও জাতীয় দল।

গত ২৪ মে থেকে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে বিএনপি। ২০ দলীয় জোটের বাইরে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলনের সঙ্গে সংলাপ করেছে বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *