অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা

Slider খেলা


প্রথম দুই টি-টোয়েন্টি শেষে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজে ১-১ সমতা। তাই সিরিজের তৃতীয় ও শেষটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। অঘোষিত ফাইনাল জিতে সিরিজ জয়ই প্রধান লক্ষ্য ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার।

আগামীকাল রোববার সাউদাম্পটনে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

ব্রিস্টলে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দাপট দেখায় ইংল্যান্ডের ব্যাটাররা। জনি বেয়ারস্টো ও মঈন আলির দূরন্ত ইনিংসের সুবাদে ইংলিশরা ৪১ রানে হারায় দক্ষিণ আফ্রিকাকে।

বেয়ারস্টো ৫৩ বলে ৯০ ও মঈন ১৮ বলে ৫২ রান করেন। চতুর্থ উইকেটে মাত্র ৩৭ বলে ১০৬ রান তুলেন মঈন-বেয়ারস্টো। এতে ২০ ওভারে ৬ উইকেটে ২৩৪ রান করে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের এটি সর্বোচ্চ দলীয় রানের পাশাপাশি ঘরের মাঠেও এই ফরম্যাটে সর্বোচ্চ দলীয় রান। জবাবে ৮ উইকেটে ১৯৩ রান করে দক্ষিণ আফ্রিকা।

সিরিজে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি দক্ষিণ আফ্রিকা। রিলি রোসৌর ৫৫ বলে অপরাজিত ৯৬ রানে দ্বিতীয় টি-টোয়েন্টিতেই জয় পায় তারা। ৫৮ রানের জয়ে সিরিজে সমতাও আনে প্রোটিয়ারা।

দ্বিতীয় ম্যাচের পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে সিরিজ জয় নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা। ছয় বছর পর জাতীয় দলে আসা রোসৌ বলেন, ‘দ্বিতীয় ম্যাচে আমরা ভালো খেলেছি। ব্যাটিং-বোলিংয়ে দারুণ পারফরম্যান্স ছিল আমাদের। এটি ধরে রাখতে পারলে শেষ ম্যাচে জয় অসম্ভব নয়। সিরিজ জয়ের জন্য মাঠে নিজেদের সেরাটা দিতে চাই আমরা।’

সিরিজ জয়ের স্বপ্ন ইংল্যান্ডেরও। সদ্যই ভারতের কাছে টি-টোয়েন্টি সিরিজে হারলেও এবার সিরিজ জয়ের স্বাদ নিতে চায় তারা। ইংল্যান্ডের ওপেনার জেসন রয় বলেন, ‘সিরিজ জয় ছাড়া অন্য কিছুই ভাবতে পারছি না আমরা। সিরিজ জিততে হলে সেরাটা খেলতে হবে আমাদের। যা দ্বিতীয় ম্যাচে হয়নি। তবে প্রথম ম্যাচের পারফরম্যান্স আমাদের উৎসাহী করছে।’

ইংল্যান্ডের কাছে সর্বশেষ তিন সিরিজেই হেরেছে দক্ষিণ আফ্রিকা। ২০১৬ সালে সর্বশেষ ইংলিশদের বিপক্ষে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২৪ ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকার জয় ১১টিতে, ইংল্যান্ডের ১২টিতে।

দক্ষিণ আফ্রিকা দল :
ডেভিড মিলার (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রেজা হেনড্রিক্স, হেনরিচ ক্লাসেন, আইডেন মার্করাম, রিলি রৌসু, ট্রিস্টান স্টাবস, রাসি ভ্যান ডার ডাসেন, ওয়েইন পারনেল, আন্দিলে ফেলুকুওয়াও, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশভ মহারাজ, লুঙ্গি এনগিদি, এনরিচ নর্টি, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও জেরাল্ড কোয়েটজে।

ইংল্যান্ড দল :
জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, রিচার্ড গ্লেসন, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি ও ডেভিড উইলি।

সূত্র : বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *