“এ কেমন স্বপ্ন আমার” ….. মুন্নি রুনা …

Slider সাহিত্য ও সাংস্কৃতি

11188299_346046635604483_2199339776058763107_n

এ কেমন মন আমার স্বপ্ন বুনে সে বুঝতে চায় না কিছুতেই। কিছু স্বপ্ন সিমাহীন,
যা কখনোই পূরন হয় না,
যুগ যুগ ধরে শুধুই স্বপ্ন এঁকে যাওয়া ছাড়া। তবুও আমি স্বপ্ন দেখি, শুধুই তোমায় নিয়ে।
এ কেমন মন আমার?
বলে না সে কিছুতেই।
কিছু কথা গোপনীয়,
যা কখনোই বলা যায় না,
মনের মাঝে কবর দেওয়া ছাড়া। তবুও ইচ্ছা আমার,
তোমাকেই বার বার বলার।
এ কেমন মন আমার?
কাঁদে একা বসে নিরবে, ভাগ দেয় না আমারে।
কিছু কান্না কস্টের,
যা প্রকাশ করা যায় না, নিরজনতায় বসে অশ্রু ঝরানো ছাড়া। তবুও আমি আছি অপেক্ষাতে, তোমাকে জড়িয়ে একবার কাঁদতে। এ কেমন চাওয়া আমার?
বুঝতে পারি না আমাকে।
কিছু ভালো লাগা, কিছু চাওয়া, কিছু পাওয়া এর পরেই শুধু হয় ভালবাসা। এতো সব আয়োজনে যদি ভালবাসা তবে কেনো দূরে যাওয়া?
তবে কেনো ভুলে যাওয়া?
তবে কেনো মিথ্যা বলা? তবে কেনো কস্ট দেওয়া?
তবে কেনো? কেনো? কেনো? এই মন থেকে মনকে ছিনিয়ে নেওয়া? এ কেমন মন আমার তোমাতে হারাবার, আর এ কেমন ভালবাসা তোমার আমাকে সরাতে। এ কেমন মন তোমার
পারে না কিছুই বুঝতে। তাই বুঝে নিলাম ভালবাসা বুঝা তোমার সাধনের বাহিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *