২ দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

Slider অর্থ ও বাণিজ্য


মাত্র দুদিনের ব্যবধানে দেশের বাজারে আবার সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো সোনার দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ৮১ হাজার ২৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোনার নতুন দাম শুক্রবার (২৯ জুলাই) থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুসারে, ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৮১ হাজার ২৯৮ টাকা। ২১ ক্যারেটের দাম ৭৭ হাজার ৫৬৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৬৬ হাজার ৪৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৫৫ হাজার ১৭০ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজরে তেজাবি সোনার মূল্য বেড়েছে। এ পরিস্থিতিতে ২৮ জুলাই বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এক সভা করে। সেখানে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়।

এছাড়া স্বর্ণালংকার বিক্রির সময় ক্রেতাসাধারণের কাছ থেকে প্রতি গ্রামে সর্বনিম্ন ৩০০ টাকা মজুরি গ্রহণ করার অনুরোধ করেছে বাজুস।

এর আগে মঙ্গলবার (২৬ জুলাই) দেশের বাজারে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার দাম বাড়িয়ে দেয় বাজুস। এ সময় ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৭৮ হাজার ৫৫৭ টাকা, ২১ ক্যারেটের দাম ৭৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬৪ হাজার ২৬৮ টাকা নির্ধারণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *