সুবাহর মামলায় খালাস পেয়ে সন্তুষ্ট ইলিয়াস

Slider বাংলার আদালত


যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহর মামলার থেকে খালাস পেয়েছেন গায়ক ইলিয়াস হোসাইন।রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন ইলিয়াস।

বুধবার (২৭ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক আবেরা সুলতানা খানম এ মামলা থেকে আসামি ইলিয়াসকে খালাস দেন। রায় ঘোষণার পর ইলিয়াস বলেন— সুবাহ আমার বিরুদ্ধে যে মামলা করেছেন তা থেকে আদালত খালাস দিয়েছেন। আমি আদালতের প্রতি কৃতজ্ঞ। এ রায়ে আমি সন্তুষ্ট।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি লিয়াকত আলী বলেন, ইলিয়াস ও সুবাহর মধ্যে পারিবারিকভাবে আপস হয়েছে। আদালত আপস-মীমাংসার শর্তে ইলিয়াস হোসাইনকে খালাস দিয়েছেন।

এর আগে সোমবার (২৫ জুলাই) বিচারক আবেরা সুলতানা খানম রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। এদিন আদালতে উপস্থিত হয়ে সুবাহ জানান— ১০ লাখ টাকায় পারিবারিকভাবে তাদের মধ্যে মামলা আপস হয়েছে। এসময় ইলিয়াস হোসাইনও উপস্থিত ছিলেন। এদিন ইলিয়াস মামলায় জামিন নেন। এরপর বিচারক মামলাটির সাক্ষ্য ও যুক্তি উপস্থাপন শেষ করে রায়ের জন্য ২৭ জুলাই দিন ধার্য করেন।

সুবাহ বিচারককে বলেন, আমরা পারিবারিকভাবে ১০ লাখ টাকায় মামলা মীমাংসা করেছি। আমি টাকা বুঝে পেয়েছি। এখন ইলিয়াসের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

তিনি আরও বলেন, যে সংসার করবে না তার সঙ্গে জোর করে সংসার করা যায় না। ইলিয়াস তার জীবনে ভালো থাকুক, আর আমিও ভালো থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *