মসজিদে নামাজ ছাড়া অন্য সময়ে এসি বন্ধ রাখার অনুরোধ

Slider বাংলার মুখোমুখি

মসজিদে নামাজ ছাড়া অন্য সময়ে এসি বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে সরকার। বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য এ অনুরোধ জানানো হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানানো হয়।

এ সময় সরকারি অফিসের সভাগুলো অনলাইনে পরিচালনা করতে হবে। এছাড়া সিএনজি পাম্পগুলো সপ্তাহে একদিন বন্ধ রাখা হবে।

সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।

প্রতিমন্ত্রী বলেন, মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে আমরা এসি ব্যবহার করছি প্রচুর পরিমাণে। এখানে কিছুটা সাশ্রয়ী হওয়া দরকার। নামাজের সময়টুকু কেবল ব্যবহার করুন। বাকি সময়ে যেন বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা অনেক জায়গায় দেখেছি, নামাজের সময় ছাড়াও অনেকে এসি চালায়। এজন্য আমি অনুরোধ করব, আপনারা যতটুকু সম্ভব সাশ্রয় করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *