টানা কয়েকদিনের বৃষ্টিতে বিপৎসীমা অতিক্রম করেছে হবিগঞ্জের খোয়াই নদীর পানি। এ ছাড়া উজানের ঢল এলেই প্লাবিত হয় নদীর আশপাশের এলাকা। বর্ষা মৌসুমে নির্ঘুম রাত কাটে নদীপাড়ের মানুষের। তাদের আতঙ্ক আরও বাড়িয়েছে নদী থেকে অবৈধ বালু উত্তোলন। তবে, স্থানীয় বাঁধ ও নদী খননের আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের।
বর্ষা মৌসুমে হবিগঞ্জের আতঙ্কের নাম খোয়াই নদী। স্থানীয়দের অভিযোগ, নদীর পাড় থেকে অপরিকল্পিতভাবে নিয়মিত বালু তোলা হচ্ছে। এতে ফাটল দেখা দিয়েছে পাড়রক্ষা বাঁধের কয়েকটি অংশে। ভারত থেকে পানির চাপ বাড়লেই পাড় উপচে প্লাবিত হচ্ছে লোকালয়। তৈরি হচ্ছে জলাবদ্ধতা।
এ সংকট নিরসনে টেকসই বাঁধ নির্মাণের পাশাপাশি সঠিক নিয়মে নদী খননও জরুরি বলে মনে করেন পরিবেশবাদীরা।
হবিগঞ্জ বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, লোকালয়ের জলাবদ্ধতা দূর করতেই খোয়াই নদী খনন করা খুবই জরুরি।
নদী খনন ও স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস হবিগঞ্জ-৩ সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহিরের।
খোয়াই নদীর ৫৫ কিলোমিটার বাঁধের মধ্যে জেলা শহররক্ষা বাঁধ রয়েছে ২০ কিলোমিটার।