নেপালে ভূমিকম্পে নিহত ৯৭০

Slider সারাবিশ্ব

72873_frt

নেপালের পোখারা শহরে রিখটার স্কেলে ৭ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত ৯৭০ জনের মৃত্যু হয়েছে। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ খবর দেয়া হয়েছে। ভূমিকম্পে আহত হয়েছেন বহু মানুষ। তবে হতাহতের সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে প্রথম ভূমিকম্পটি আঘাত হানার আধা ঘণ্টা পর ৬ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ওই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এ খবর দিয়েছে বিবিসি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, নেপালের রাজধানী কাঠমা-ুর কাছে পোখারা শহরের ৮০ কিলোমিটার বা ৫০ মাইল পূর্বে ছিল ভূমিকম্পটির কেন্দ্র। ভূ-পৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে ছিল এর উৎস। পোখারায় অবস্থিত ভারতীয় দূতাবাস চত্বরে একটি পুরাতন ভবন ধসে পড়লে, এক ব্যক্তি প্রাণ হারান। ওই ব্যক্তি নেপালের নাগরিক ছিলেন বলে জানা গেছে। নেপালের রাজপ্রাসাদের চারপাশের ঘেরা দেয়াল থেকে শুরু করে বিভিন্ন ভবন ধসে পড়েছে ভয়াবহ মাত্রার এ ভূমিকম্পে। নেপালের রাজধানী কাঠমা-ু থেকে ভারত, মালয়েশিয়া ও বাংলাদেশের বিভিন্ন স্থানেও জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছে। কাঠমা-ুর পুরনো এলাকাগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। কাঠমা-ুতে ৯ তলা একটি ভবন ধসে পড়েছে। সব মিলিয়ে নিহতের সংখ্যা ৯৭০ এ পৌঁছেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মকর্তারা এখনও পরিস্থিতি যাচাইয়ের চেষ্টা করছেন। এদিকে টুইটার, ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ও ধসে পড়া ভবনসমূহের বহু ছবি আপলোড করা হয়েছে। বহু রাস্তাঘাট ফেটে বেশ কয়েক ভাগে বিভক্ত হয়ে গেছে। লামজুং অঞ্চলে টেলিফোন যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *