‘গরম মশলা’ ছবি দিয়ে বলিউডে হাতেখড়ি হয় নীতুর। সেটি ২০০৫ সালের কথা। এরপর ‘ট্রাফিক সিগন্যাল’, ‘ওয়ান টু থ্রি’, ‘ওয়ে লাকি লাকি ওয়ে’র মতো ছবিতে দেখা যায় তাকে। কাজ করেছেন একাধিক জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবিতে।
সমালোচক তথা দর্শকমহলে প্রশংসিত তার অভিনয়। তবু এত বছর পরও কাঙ্ক্ষিত সাফল্য যেন অধরা নীতু চন্দ্রের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিচিত্র এক অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী নীতু চন্দ্র। নীতু বলেন, আমাকে নিজের বেতনভুক্ত স্ত্রী করতে চেয়েছিলেন এক ব্যবসায়ী। বলেছিলেন, মাসে ২৫ লাখ টাকা করে মাইনে দেয়া হবে আমাকে।
নীতুর আক্ষেপ, ভালো অভিনয় করেও কাজ পাননি। আর কাজের অভাব ডেকে এনেছে আর্থিক সমস্যা। তার কথায়, আমার গল্পটা একজন সফল অভিনেতার ব্যর্থতার কাহিনী। ১৩ জন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মানুষের সঙ্গে কাজ করেছি। কিন্তু আজ আমার কাছে কাজ নেই। টাকা নেই।
হলিউডেও অভিনয় করেছেন নীতু। ছবির নাম ‘নেভার ব্যাক ডাউন: রিভোল্ট’। আরও দুটি প্রোজেক্ট রয়েছে তার হাতে। ১৯৮৪ সালে ভারতের বিহারে জন্মগ্রহণ করেন এ অভিনেত্রী। ২০০৫ সাল থেকে এখনো কাজ করছেন তিনি। যদিও ২০০৩ সালে একটি তেলেগু চলচ্চিত্রে অভিনয় করেন নীতু চন্দ্র।