কিশোরগঞ্জে হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

Slider জাতীয়


কিশোরগঞ্জের হাওরে ঘুরতে গিয়ে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. হি‌মেল মিয়া (২৬) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছ
বুধবার (১৩ জুলাই) সন্ধ্যার দি‌কে মিঠামইন উপজেলার হাসানপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ হিমেল কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল নামাপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে।

স্বজনরা জানায়, বুধবার বিকেলে হিমেলের পরিবারের লোকজনসহ ১৫-২০ জন জেলার করিমগঞ্জের বালিখলা ঘাট থেকে ইঞ্জিন চা‌লিত এক‌টি ট্রলার নি‌য়ে হাওরে ঘুরতে যান। সন্ধ্যার দিকে মিঠামইন উপজেলার হাসানপুর ব্রীজের কাছে ট্রলার থেকে নেমে অন্যরা ছবি তুল‌ছিলেন। এ সময় হিমেল ও তার দুই বন্ধু ধনু নদীতে গোসল করতে নামেন।

এক পর্যা‌য়ে দুই বন্ধু পাড়ে উঠলেও প্রবল স্রোতে পা‌নি‌তে ত‌লি‌য়ে যান হিমেল।

‌কি‌শোরগঞ্জ ফায়ার সা‌র্ভিসের স্টেশন অ‌ফিসার আবুজার গিফা‌রি ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ জানান, খবর পে‌য়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গেলেও রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়‌নি। বৃহস্প‌তিবার সকালে উদ্ধার অভিযান শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *