স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান পুনর্ব্যক্ত

Slider সারাদেশ

72633_dujrik

বাংলাদেশে একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন সংস্থাটির মহাসচিব বান কি-মুন। আর নির্বাচনী প্রচারণার নির্বিঘœ ও নিরাপদ পরিবেশেই একমাত্র এ ধরনের নির্বাচন আয়োজন সম্ভব বলে মনে করেন তিনি। জাতিসংঘের নিয়মিত সংবাদ-সম্মেলনে গতকাল মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক গত কয়েকদিন বাংলাদেশ ইস্যুতে করা প্রশ্নে জাতিসংঘের অবস্থান তুলে ধরতে গিয়ে একথা বলেন। জাতিসংঘের প্রেস-ব্রিফিংয়ে বাংলাদেশ অংশটুকু নিচে তুলে ধরা হলো

মুখপাত্র: বাংলাদেশ বিষয়ে আমাকে কয়েকবার প্রশ্ন করা হয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার বিষয়ে অবহিত করা হয়েছে। আমরা এ ব্যাপারে অবগত যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাগুলো তদন্ত করছে। মহাসচিব (বান কি-মুন) স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। আর, নির্বাচনী প্রচারণার নির্বিঘœ ও নিরাপদ পরিবেশেই শুধু সেটা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *