ঈদের আগে ও পরে দূরযাত্রায় মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে সরকারি নির্দেশনা প্রতিপালনের জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
বুধবার (৬ জুলাই) বিকেলে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে দুই দিনব্যাপী ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার শেষ দিনে সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
আইজিপি বলেন, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হবে। এ জন্য মহাসড়কে করিমন, নসিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এ সময় ড. বেনজীর আহমেদ বলেন, ঈদের আগে ও পরে দূরযাত্রায় মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।
তিনি আরও বলেন, মামলা তদন্তের ক্ষেত্রে তদারকি বাড়াতে হবে। মামলা তদন্ত দ্রুততম সময়ে শেষ করতে হবে। সেই সঙ্গে তদন্তের মান বাড়াতে হবে। নিবিড় তদারকির মাধ্যমে মামলা তদন্তের জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, ঈদুল আজহা কেন্দ্র করে যাত্রীবাহী সব নৌযানে মোটরসাইকেল পরিবহন নিষিদ্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে জানানো নতুন এই নিষেধাজ্ঞায় সংস্থাটি বলছে, ঈদের ৫ দিন আগে ও ৫ দিন পর মোট ১০ দিন নৌপথে যাত্রীবাহী সব নৌযানে মোটরসাইকেল বহন নিষিদ্ধ।
নৌযানে করে মোটরসাইকেল পরিবহনের অস্বাভাবিক চিত্র দেখা গেছে ঈদুল ফিতরে। যার কারণে সে সময় ফেরিঘাটগুলোতে অন্যান্য যানবাহন যাতায়াতে তৈরি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়তে হয় ঘরমুখো মানুষকে, যা নিয়ে তৈরি হয় ব্যাপক সমালোচনা।
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পরও সেতু পারাপারে মোটরসাইকেল চালকদের নিয়ম না মানা আর বেপরোয়া গাড়ি চালানোর নজির দেখা মেলে। সেতুজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। আর তাতে অনির্দিষ্টকালের জন্য সেতুতে মোটরসাইকেল পরিবহনে নিষেধাজ্ঞা দিতে বাধ্য হয় সেতু কর্তৃপক্ষ। আর এবার একই পথে হাঁটল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। তবে ফেরি দিয়ে মোটরসাইকেল পারাপারের সুযোগ রেখেছে বিআইডব্লিউটিএ।