ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে সাতবাড়িয়া এলাকায় একটি ইটভাটায় এ ঘটনা ঘটে। নিহত উজ্জ্বলের (৩৫) বিরুদ্ধে হত্যাসহ ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস। মধ্যরাতে ওই ইটভাটায় উজ্জ্বলের অবস্থানের খবর পেয়ে তাকে ধরতে অভিযানে যায় পুলিশ। এসময় উজ্জ্বল ও তার সহযোগীরা পুলিশের অবস্থান টের পেয়ে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে উজ্জ্বল গুলিবিদ্ধ হয়ে পড়ে গেলে বাকিরা পালিয়ে যায়। তাকে দ্রুত সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।