পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ফুটফুটে সন্তান জন্ম দিলেন হাসি

Slider জাতীয়


পদ্মা সেতুর জাজিরা টোল প্লাজাসংলগ্ন এলাকায় ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিলেন হাসি আক্তার (২১)। বর্তমানে মা ও শিশু সুস্থ আছে বলে জানা গেছে।

সোমবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে টোল প্লাজাসংলগ্ন সড়কে পদ্মা সেতুর ১০০ গজ দূরে ওই নবজাতকের জন্ম হয়। মা ও শিশু সাড়ে বিশরশ্মি গ্রামের নিজ বাড়িতে আছে।

প্রসূতি হাসি আক্তার (২১) মাদারীপুরের শিবচর উপজেলার সাড়ে বিশরশ্মি গ্রামের আলী হাসানের স্ত্রী। ওই দম্পতি টেকনাফ বিজিবিতে চাকরি করেন।

পরিবার সূত্র জানায়, প্রসূতি হাসি মাতৃকালীন ছুটিতে গত মাসে মাদারীপুরের সাড়ে বিশরশ্মি গ্রামের বাড়িতে যান। সোমবার প্রসব বেদনা উঠলে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করেন।

দুপুরে ঢাকার পিলখানা বিজিবি হাসপাতালে নেয়ার পথে পদ্মা সেতুর জাজিরা টোল প্লাজাসংলগ্ন পদ্মা দক্ষিণ থানার সামনের সড়কে নবজাতকের জন্ম দেন ওই প্রসূতি। মা ও সন্তান দুজনই সুস্থ রয়েছে।
পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুজন হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের গাড়িতে নবজাতক ও তার মাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *