শিক্ষার আলোর বিকিরণ ঘটাচ্ছে এক বিদ্যালয়

Slider গ্রাম বাংলা


ওয়াসিফ আহমেদ কিশোর, ভালুকা, ময়মনসিংহঃ
শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে ঐতিহ্যবাহী জামিরা পাড়া এসএম উচ্চ বিদ্যালয়।

এটি ময়মনসিংহ জেলার ভালুকা থানার ১১ নং রাজৈ ইউনিয়নের জামিরা পাড়া গ্রামে অবস্থিত, এটি ১৯৬২ সালে ততকালীন প্রেসিডেন্ট শহীদ লেবু উদ্দিন সরকার অত্র এলাকায় শিক্ষা প্রসারের লক্ষ্যে এলাকাবাসীর সহযোগিতার প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটি অত্র ইউনিয়নের মধ্যেস্থলে হওয়ায় যাতায়াত ব্যবস্থা সকল সুবিধা নিশ্চিতে সকল প্রাইমারি স্কুলের সমাপনী পরীক্ষার কেন্দ্র এবং নির্বাচনী কেন্দ্র এবং এর সাথে রয়েছে জামিরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই প্রতিষ্ঠানে অনেকগুলো শ্রেণিকক্ষ এবং সুবিশাল খেলার মাঠ ও মঞ্চ এবং শহীদ মিনার নিয়ে গঠিত।বলা যায় এই প্রতিষ্ঠানের খেলার মাঠটি রাজৈ ইউনিয়ন তথা ভালুকা থানার সবচেয়ে দৃষ্টিনন্দন মাঠ হিসাবে পরিচিত,, এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং খেলাধুলার জন্য এই মাঠটি সবার দৃষ্টি কারে। এই প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়াঅনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সাপুড়ে নৃত্য ও বাঘ শিকারী খেলা দেখতে বিভিন্ন দূরদূরান্তর থেকে নানা শ্রেণি-পেশার মানুষ আসে উপভোগ করতে। এই স্কুলের শিক্ষা ব্যবস্থায় অবদান রেখেছেন অত্র ইউনিয়ন এবং বিভিন্ন জায়গা থেকে আগত শিক্ষক শিক্ষার্থী ও নানা শ্রেনী পেশার মানুষ । এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে ছাত্র ছাত্রীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কর্মক্ষেত্রে নিয়োজিত আছেন । জামিরা পাড়া এসএম উচ্চ বিদ্যালয়টি ১৯৬২ সাল থেকে বর্তমান পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হচ্ছে। উক্ত প্রতিষ্ঠানটি ভালুকা থেকে ১০ কি,মি দূরত্ব। এখানে আসতে হলে ভালুকা থেকে রাজৈ বোড বাজারের সিএনজি বা যেকোনো পরিবহনে ২০- ৩০ মিনিটের রাস্তা অতিক্রম করে জামিরা পাড়া মোড়ে এসে কিছুটা সামনে আসলেই দেখা মিলবে ঐতিহ্যবাহী জামিরা পাড়া এসএম উচ্চ বিদ্যালয়ের।

জামিরা পাড়া এসএম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারঃ-

মিসেস জমিলা আক্তার
সাবেক সভাপতি , এডহক কমিটি , প্রতিষ্ঠাতার জ্যেষ্ঠ কন্যা।
সেলিনা বেগম , প্রতিষ্ঠাতার দৌহিতা
• মোঃ জসিম উদ্দিন বুলবুল , প্রতিষ্ঠাতার দৌহিত্র
• মোঃ তোফায়েল উদ্দিন বাবুল , প্রতিষ্ঠাতার দৌহিত্র
মোঃ জাকির হোসেন বজলু , প্রতিষ্ঠাতার দৌহিত্র
• জাহানারা বেগম কল্পনা , প্রতিষ্ঠাতার দৌহিতা
• নুর মোহাম্মদ ফজলুল হক টুটুল , প্রতিষ্ঠাতা দৌহিত্র।

আঞ্জুমান আরা জেসমিন, সাবেক শিক্ষানুরাগী সদস্য , প্রতিষ্ঠাতার কনিষ্ঠা কন্যা
• মনিরা ইয়াসমিন জলি , প্রতিষ্ঠাতার দৌহিতা
দিলারা ইয়াসমিন জিমু , প্রতিষ্ঠাতার দৌহিতা
• ইমতিয়াজ আহাম্মেদ অর্নব , প্রতিষ্ঠাতার দৌহিত্র
ইফতিয়াজ আহাম্মেদ অয়ন , প্রতিষ্ঠাতার দৌহিত্র।
জরিনা আক্তার(প্রয়াত)প্রতিষ্ঠাতার কন্যা
মোঃ কমর উদ্দিন বাবলু , প্রতিষ্ঠাতার দৌহিত্র
• মোছাঃ হেলেনা আক্তার , প্রতিষ্ঠাতার দৌহিতা
• মোঃ কামরুল ইসলাম , প্রতিষ্ঠাতার দৌহিত্র
.মোছাঃ রুনা আক্তার , প্রতিষ্ঠাতার দৌহিতা।
জামিরা পাড়া এসএম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকবৃন্ধঃ-
● শ্রী শংকর চন্দ্র ভৌমিক , বিএসসি , বিরুনীয়া
• জনাব তমিজ উদ্দিন , আইএ , পারুলদিয়া
শ্রী মনোরঞ্জন বিএসসি , গোয়ারী ।
• জনাব সিরাজুল ইসলাম বিএসসি , গোয়ারী ।
• জনাব শহীদুল্লাহ বিএবিএড , দীঘা ।
• জনাব মোঃ রিয়াজ উদ্দিন , এম.এ ( ডাবল ) , বাপতা
• জনাব হাবিবুর রহমান আইএ , বরমী
• জনাব আব্দুল ওয়াজেদ মিয়া , বিএপি, প্রতিষ্ঠাতা শিক্ষক , জামিরাপাড়া
• জনাব এসএমএ মান্নান , বিএবিএড , জামিরা পাড়া • ●
• জনাব আঃ আওয়াল , বিএবিএড , চান্দাব
• জনাব মোঃ জমির হোসেন , বিএসসি , কুল্লাব
• জনাব মো : জসিম উদ্দিন , বিএসসিবিএড , বাগের পাড়া
• জনাব সেকান্দর আলী , বিএ , ফুলবাড়ীয়া
জনাব আঃ রউফ , বিএ , বাগেরপাড়া
• জনাব রফিক মিয়া , কর্ণপাড়া
• জনাব মীর নুরুজ্জামান , বিএবিএড , গফরগাঁও
• ড . জামিলুর রেজা চৌধুরী , ভিসি , ব্র্যাক বিশ্ববিদ্যালয়
• জনাব এমদাদ হোসেন , বিএসসি , নিগোয়ারি
• জনাব ইউসুফ আলী , বিএসসি , নিগোয়ারি
• জনাব তাফাজ্জল হোসেন বিএসসি , বলদী
• শ্রী ছমির ভৌমিক , এমএসসি , বিরুনীয়া
•শ্রী যতিন্দ্র চন্দ্র দেবনাথ , আইকম , চান্দার
• জনাব আব্দুল হামিদ সরকার , আইএ , যোগীরছিট •
শ্রী অনিল চন্দ্র ভৌমিক ,
• জনাব আ : সবুর , বিএসসি , টাঙ্গাইল
অবু আকতার হোসাইন , বিএসসিবিএড , পুরুরা
জনাব আবুল কালাম আজাদ , বিএসসিবিএড , পারুলদিয়া
জনাব শাহজাহান , আইএজেডিসি , জামিরাপাড়া ●
জনাব মৌঃ আঃ কাদির মিঞা , এফএমএইচএসসি , প্রতিষ্ঠাতা শিক্ষক , জামিরা পাড়া,
জনাব মোহাম্মদ আলী , বিএবিএড , স্বজনগাঁও
‘ শ্রী আসিত রঞ্জন দাস , বিএসসিবিএড , বিরুনীয়া
জনাব মোঃ আব্দুল খালেক , বিকমবিএড , হয়দেবপুর
জনাব আব্দুল মতিন , এসএসসি , হয়দেবপুর
জনাব মোঃ আঃ কাদির খান , বিএসসি , পাড়াগাঁও
জনাব আ : ফাত্তাহ আইএসসি , বাগের পাড়া
জনাব আঃ হক , বিএসসি , মশাখালী
জনাব খলিল আহামদ , বিএসসি , গফরগাঁও ,
জনাব আবুল কালাম আজাদ , বিএসসি , সাবেক উপপরিচালক , শিক্ষা অধিদপ্তর
জনাব শাহেদ আলী , জেডিসি , গফরগাঁও
জনাব শ্রী ভুপেন্দ্র চন্দ্র , বিকম , গোয়ারী .জনাব নাজিম উদ্দিন , আইএ , রাজৈ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *