মেসিকে টপকে আর্জেন্টিনার সবচেয়ে দামি ফুটবলার মার্তিনেস

Slider খেলা

ট্রান্সফার মার্কেট বিবেচনায় আর্জেন্টিনার সবচেয়ে দামি ফুটবলারের খেতাবে লিওনেল মেসিকে পেছনে ফেললেন লাওতারো মার্তিনেস। ফুটবলারদের দলবদলের বাজারে সম্ভাব্য দাম কেমন হতে পারে, ট্রান্সফার মার্কেটের, সে হিসাব অনুযায়ী মেসি এই মুহূর্তে আর্জেন্টিনার সবচেয়ে দামি ফুটবলার আর নেই।

এই মূল্য নির্ধারিত হয় মূলত খেলোয়াড়ের চুক্তিতে বাকি থাকা সময়, তার বয়স, পারফরম্যান্স-সবকিছুর ভিত্তিতে।

ইতালির ইন্টার মিলানে খেলা ২৪ বছর বয়সী মার্তিনেসের বর্তমান বাজার মূল্য ৬৭.৫০ মিলিয়ন পাউন্ড। আর পিএসজিতে খেলা ৩৫ বছর বয়সী মেসির মূল্য ৪৫ মিলিয়ন পাউন্ড।

এদিকে আর্জেন্টাইনদের মধ্যে দামের দিক থেকে পরের স্থানগুলোতে রয়েছেন যথাক্রমে ক্রিস্টিয়ান রোমেরো (৪৩.২০), আনহেল কোরেয়া (৪০.৫০) ও রদ্রিগো দে পল (৩৬)।

বিশ্বের সব ফুটবলার মিলিয়ে তালিকায় সবার ওপরে ফ্রান্সের পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে।এই ফরোয়ার্ডের দাম দেখানো হচ্ছে ১৬ কোটি ইউরো। দ্বিতীয়স্থানে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া নরওয়েইজিয়ান স্ট্রাইকার আর্লিং হরলান্ড, ১৫ কোটি। রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র ১০ কোটি ইউরোতে তৃতীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *