সমাপ্তিহীন সম্পর্কে জোভান-মেহজাবীন

Slider বিনোদন ও মিডিয়া

একটা সময় যাকে ছাড়া একটি দিনও কাটাতে পারবেন না বলে মনে হয় অথচ বিচ্ছেদের ছ’মাস পেরুতেই তার মোবাইল নম্বর ভুলে যাবেন। বছর যেতে ঠিকানা ভুলে যাবেন আর হয়তো নামও ভুলে যাবেন একদিন!

যদি এসবের উল্টো হয় তবে বুঝে নেবেন সে আপনাকে প্রচণ্ড ভালোবেসেছিল, অথবা আপনি। এমনই এক সম্পর্কের রেশ নিয়ে ঈদের বিশেষ নাটক নির্মাণ করলেন মিজানুর রহমান আরিয়ান। নাম ‘ব্যবধান’। নির্মাতার সঙ্গে নাটকটির গল্প যৌথভাবে লিখেছেন সোহাইল রহমান। আর নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন- জোভান ও মেহজাবীন চৌধুরী।

নাটকটির গল্প প্রসঙ্গে আরিয়ান বলেন, ‘কিছু কিছু সম্পর্কের কোনো সমাপ্তি থাকে না। এর মানে এই নয় যে সম্পর্কটা শেষ। বরং এর মানে সম্পর্কটির আসলে কোনো শেষ নেই। গল্পটি ভিন্ন ধারার দু’জন মানুষের ভালোবাসা নিয়ে। কিন্তু সেই ভালোবাসার পরিণতি জানতে হলে দেখতে হবে নাটকটি।’

সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘ব্যবধান’ উন্মুক্ত হচ্ছে আসছে ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *