আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিক্ষোভ হয়েছে। এ সময় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে নূরের কুশপুত্তলিকা দাহ ও তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করা হয়। আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য।
শনিবার (২ জুলাই) বিকেলে ছাত্রলীগের মিছিলটি কসবা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কসবা পুরাতন বাজারে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আফজাল হোসেন খান রিমনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী মো. মানিকের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, পৌর আওয়ামী লীগ সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রুস্তম খান, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা আইনমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।