‘পুরুষরা আমাকে বারবার হতাশ করেছে’

Slider বিচিত্র

নিজের ব্যক্তিগত জীবন প্রায়ই খোলাখুলি কথা বলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ১৯৯৪ সালে মিস ইউনিভার্স হওয়া সুস্মিতা এখনও রয়েছেন অবিবাহিত। এবার তিনি জানালেন কেন তিনি বিয়ে করেননি।

সম্প্রতি সুস্মিতার সাক্ষাৎকার নেন বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। টুইক মিডিয়া নামের টুইঙ্কেলের সে ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত নানা কথা তুলে ধরেন সুস্মিতা।

সুস্মিতা সেন বলেন, ‘সৌভাগ্যবশত আমি আমার জীবনে বেশ কয়েকজন আকর্ষণীয় মানুষের সাক্ষাৎ পেয়েছি। তবে বিয়ে না করার একমাত্র কারণ তারা আমাকে হতাশ করেছে।’

পুরষসঙ্গীদের সঙ্গে সম্পর্কের ব্যাপারে সুস্মিতা বলেন, ‘এর মধ্যে আমার বাচ্চারা নেই। তারা আমার জীবনে আসা সব পুরুষদেরই গ্রহণ করে। তারা সবাইকেই সমানভাবে ভালোবাসে ও সম্মান করে।’

সাবেক এ মিস ইউনিভার্স আরও বলেন, ‘আমি তিন বার বিয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। ঠিক কী ধরনের বিপর্যয় হয়েছিল তা আমি তাদের (যাদের সঙ্গে বিয়ের কথা হয়েছিল) জীবনের প্রতি সম্মান জানিয়ে বলব না। ঈশ্বর আমাকে রক্ষা করেছে। ইশ্বর আমার দুই বাচ্চাকেও রক্ষা করেছেন, তিনি আমাকে কোনো ঝামেলায় ফেলেননি।’

গত বছরের শেষে কাশ্মীরি মডেল রোহমানের সঙ্গে সম্পর্কে ইতি টানেন সুস্মিতা। নিজের চেয়ে বেশ ছোট রোহমানের সঙ্গে সম্পর্কে ইতি টানার পর সুস্মিতা বলেছিলেন, ‘রোহমানের সঙ্গে বন্ধুত্ব থাকবে।’

তার কয়েকদিন আগে শোনা গিয়েছিল, রোহমানের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার জন্য প্রস্তুত ছিলেন। বিয়ের সমস্ত পরিকল্পনাও নাকি তারা করেছিলেন। তবে হঠাৎ কী ঘটল যে কারণে এমন সিদ্ধান্ত! তা অবশ্য কখনও স্পষ্ট করেননি সুস্মিতা।

এদিকে, বিয়ে না করলেও দুই মেয়ের মা সুস্মিতা সেন। আলিশা ও রেনে নামের দুই সন্তানকেই তিনি দত্তক নিয়েছেন। রেনেকে তিনি দত্তক নেন ২০০০ সালে, আর আলিশাকে দত্তক নেন ২০১০ সালে। সম্প্রতি একটি শর্টফিল্মে অভিনয় করেছেন রেনে।

সুস্মিতা সেন ১৯৯৪ সালে মিস ইউনিভার্স হওয়ার পর ১৯৯৬ সালে ‘দস্তক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। ‘বিবি নাম্বার ওয়ান’, ‘ম্যায় হু না’, ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’, ‘তুমকে না ভুল পায়েঙ্গে’ ও ‘নো প্রবলেম’ সুস্মিতা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র। তাকে সর্বশেষ আরিয়া ২ নামের ওয়েব সিরিজে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *