১০ জনকে বাদ দিয়ে টি-টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

Slider খেলা

ব্যর্থতায় শুরু হয়েছে টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সফর। স্বাগতিকদের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে সাকিব আল হাসানরা। এবার টি-টোয়েন্টি ও ওয়ানডের লড়াইয়ে মুখোমুখি হবে দু’দল। সীমিত ওভারের দুই সিরিজের জন্য একগাদা পরিবর্তন নিয়ে ভিন্ন দুটি স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ডিডব্লিউ আই)।
দুই দল মিলিয়ে নতুন ৬ জন সুযোগ পেয়েছেন। বাদ পড়েছেন ১০ জন। ক্যারিবীয়দের সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা ৭ জন নেই বাংলাদেশের বিপক্ষে। কাইরন পোলার্ড অবসরে গিয়েছেন। বিশ্রামে রয়েছেন জেসন হোল্ডার। জায়গা হারানো বাকি পাঁচজন হলেন ফাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, রস্টন চেজ, শেলডন কটরেক ও শাই হোপ। সুযোগ পেয়েছেন ওবেদ ম্যাককয়, শামার ব্রুকস, কেমো পল, ডেভন থমাস ও আলজারি জোসেফ।

রিজার্ভ খেলোয়াড় হিসেবে রয়েছেন ডমিনিক ড্রেকস।

ওয়ানডে দল থেকে জায়গা হারানো তিনজন হলেনÑ এমক্রুমাজ বোনার, শারমন লুইস ও হেইডেন ওয়ালশ জুনিয়র। জায়গা করে নিয়েছেন গুদাকেশ মোতি। এছাড়া রোমারিও শেফার্ড থাকবেন রিজার্ভ খেলোয়াড় হিসেবে।

আগামী ২রা জুলাই শুরু হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের লড়াই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি যথাক্রমে ৩ ও ৭ই জুলাই হবে। এরপর ১০ই জুলাই শুরু ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ম্যাচে ১৩ই জুলাই মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের শেষ ম্যাচটি হবে ১৬ই জুলাই।
টি-টোয়েন্টি স্কোয়াড
নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল , শামার ব্রুকস, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, ওবেদ ম্যাককয়, কিমো পল, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, ডেভন থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র ও ডমিনিক ড্রেকস (রিজার্ভ)।
ওয়ানডে স্কোয়াড
নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ, শামার ব্রুকস, কিসি কার্টি, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মোতি, কেমো পল, অ্যান্ডারসন ফিলিপ, রভম্যান পাওয়েল, জেডন সিলস ও রোমারিও শেফার্ড (রিজার্ভ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *