বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭, আহত ২১

জাতীয়

66320_road

ঢাকা: শনিবার (১৮ এপ্রিল) দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২১ জন।

সন্ধ্যা পর্যন্ত স্টাফ এবং জেলা ও উপজেলা করেসপন্ডেন্টদের পাঠানো তথ্য নিয়ে বিশেষ প্রতিবেদন।

ঢাকা: সকাল ৭টার দিকে রাজধানীর খিলক্ষেতে গাড়ির চাপায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) ইসরাইল জানান, পুরাতলি ফ্লাইওভারের নিচে রাস্তা পারাপারের সময় ওই ব্যক্তি গাড়ি চাপা পড়েন।

মানিকগঞ্জ: দুপুর সোয়া ২টার দিকে ঢাকার ধামরাই উপজেলার বারবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় দু’টি বাসের চাপায় একটি  প্রাইভেটকারের ৭ যাত্রী নিহত হয়। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

ঢাকা-আরিচা মহাসড়কের এ দুর্ঘটনায় আরো ওই গাড়ির আরো ২ যাত্রী আহত হয়। তাদের মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার নারীকুল গ্রামের শমসের আলীর ছেলে মনোয়ার হোসেন মানু মিয়া (৪৫),  মানুর স্ত্রী ও দুই ছেলে এবং প্রাইভেটকার চালক ফারুক হোসেনের (৪৫) পরিচয় জানা গেছে।

মানিকগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরো ১৫ জন।

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কামারখন্দ উপজেলার বানিয়াগাঁতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বগুড়া: সকাল ৭টার দিকে শহরের সূত্রাপুর গোহাইল রোডে যাত্রীবাহী বাস চাপায় ওমর ফারুক রিফাত (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়। রিফাত শহরের কৈগাড়ী পূর্বপাড়ার লিটন মিয়ার ছেলে।

এ সময় ইসহাক আলী নামে এক রিকশাচালক ও অজ্ঞাত পরিচয় দুই রিকশাযাত্রী আহত হয়েছেন।

বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) সদর গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

ধুনট (বগুড়া): সকাল ৯টার দিকে উপজেলার সোনাহাটা বাজারের তিন মাথা এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়।

এরা হলেন, উপজেলার জোড়শিমুল গ্রামের মোমতাজ উদ্দিন (৪৫) ও তার স্ত্রী শেফালী খাতুন (৩৫)।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

টাঙ্গাইল: সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা বাসস্ট্যান্ডে বালুভর্তি একটি ট্রাকের চাপায় নয়ন বালা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়।

নিহত নয়ন বালা উপজেলার দেওহাটার কচুয়াপাড়া গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা ওই স্থানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে উভয়পাশে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সিলেট: দুপুর পৌনে ১২টার দিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে সোনাফর আলী (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়।

নিহত সোনাফর আলী সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন কালারুকা গ্রামের মৃত রইছ আলীর ছেলে। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আরো ২ যাত্রী আহত হয়।

মহানগরীর জালালাবাদ থানার ওসি আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহ: সকাল ৬টার দিকে সদর উপজেলার মাইজবাড়ি মাদ্রাসার সামনে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে আজগর (৩৮) নামে পিকআপ চালক নিহত হয়।

নিহত আজগর কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাজাত কুতুবপুর এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হুদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *