নেতাকর্মী গুম হওয়ার আশঙ্কা করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। তিনি বলেন, আমাদের নেতাকর্মী প্রতিনিয়ত গুম-খুন হচ্ছেন, মামলায় গ্রেপ্তার হচ্ছেন। এখনও গুম-হত্যার শঙ্কা কাটেনি। এ অবস্থায় আমি নেতাকর্মীদের গুম হওয়ার আশঙ্কা প্রকাশ করছি। নির্বাচনী প্রচারে গেলে কর্মীদের ওপর হামলা এবং মিছিল থেকে অনেককে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ তাবিথ আউয়ালের। শনিবার রাজধানীর গাবতলী ও আনন্দনগর এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে এ অভিযোগ করেন তিনি। তিনি বলেন, জনসমর্থন দেখে বিরোধীপক্ষ আমাদের নেতাকর্মীদের উপর হামলা-মামলা অব্যাহত রেখেছে। এটি বন্ধ হচ্ছে না। এখন নতুন করে গ্রেপ্তার আতঙ্ক শুরু হয়েছে। মিছিল থেকে কর্মীদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। বেলা পৌনে ১১টায় গাবতলী এলাকার খালেক এন্টারপ্রাইজ থেকে নিজের নির্বাচনী প্রচার শুরু করেন খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর বড় ছেলে তাবিথ আউয়াল। একইসময় মিরপুর ১ নম্বরের মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় ছেলের পক্ষে প্রচারণা চালান তাবিথের মা নাসরিন আউয়াল মিন্টু।