ইনিংস পরাজয় এড়িয়েও হোয়াইটওয়াশ বাংলাদেশ

Slider খেলা


লম্বা সময় বৃষ্টি ও ভেজা মাঠের কারণে চতুর্থ দিনের খেলা বন্ধ থাকল। তবুও হার এড়াতে পারেনি বাংলাদেশ। নুরুল হাসান সোহানের ব্যাটে ইনিংস পরাজয় হয়নি, কিন্তু দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হলো সফরকারীরা।

সোমবার সেন্ট লুসিয়ায় অবশ্য হারের শঙ্কা নিয়েই মাঠে নামে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে সফরকারীরা ব্যাটারদের ব্যর্থতায় ৩৬ ওভারে ১৩২ রানে ৬ উইকেট হারায়। যেখানে ৪২ রানে পিছিয়ে ছিল।

তবে খেলা শুরু হতেই একে একে বিদায় নিতে থাকেন ব্যাটাররা। ব্যতিক্রম ছিলেন সোহান। তিনি ৫০ বলে ৬টি চার ও ২টি ছক্কায় আক্রমণাত্মক ৬০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। তার ব্যাটেই ইনিংস ব্যবধানের হারের হাত থেকে বাঁচে বাংলাদেশ। দলীয় ১৮৬ রানে দ্বিতীয় ইনিংসে থামে দলটি।
উইন্ডিজ বোলারদের মধ্যে ৩টি করে উইকেট পান কেমার রোচ, আলজারি জোসেফ ও জাডেন সিলস।

মাত্র ১৩ রানের লক্ষ্য পাওয়া ক্যারিবীয়রা ২.৫ ওভারে বিনা উইকেটে জয় তুলে নেয়। ক্রেইগ ব্র্যাথওয়েস্ট ৪ ও জন ক্যাম্পবেল ৯ রানে অপরাজিত ছিলেন।
এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ২৩৪ রান করলে জবাবে কাইল মেয়ার্সে সেঞ্চুরিতে ৪০৮ রানের পাহাড় গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচ ও সিরিজ সেরা হন মেয়ার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *