পদ্মা সেতু উদ্বোধন: কুয়াকাটায় হোটেলে ৫০ শতাংশ ছাড়

Slider জাতীয়

পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে পর্যটন শহর কুয়াকাটাকে সাজিয়ে তোলা হয়েছে নতুন সাজে। সৈকতে বসার বেঞ্চ ও ছাতায় এখন নতুনত্বের ছোঁয়া। প্রায় এক কিলোমিটার সড়কে আলোকসজ্জা করা হয়েছে।

কলাপাড়া কুয়াকাটা সড়ক পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন পয়েন্টে শোভা পাচ্ছে বিশাল বিশাল তোরণ ব্যানার আর ফেস্টুন।
এছাড়া পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আগামী ১৫ দিনের জন্য হোটেল-মোটেলের রুম বুকিংয়ে ৫০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা দেয়া হয়েছে। একই সাথে সকল রেস্তোরাঁগুলোতেও থাকছে ২০ শতাংশ ছাড়। পদ্মা সেতু উদ্বোধনের ফলে কুয়াকাটায় কয়েকগুণ পর্যটক বেড়ে যাবে। ইতোমধ্যে হোটেল-মোটেলের অনেক রুম বুকিং হয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, পদ্মা সেতু উদ্বোধনের ফলে ঢাকা-কুয়াকাটার দূরত্ব কমে গেছে। মাত্র ৫-৬ ঘন্টায় পৌঁছানো যাবে।

কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি শাহ-আলম হাওলাদার বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধন ঘিরে কুয়াকাটার সকল হোটেল মোটেল সুসজ্জায় সজ্জিত করা হয়েছে। এছাড়া হোটেল-মোটেল মালিক সমিতির পক্ষ থেকে আগামী ১৫ দিনের জন্য আবাসিক হোটেল গুলোতে নির্ধারিত ভাড়ার উপরে ৫০ শতাংশ ছাড় দেয়া হয়েছে।’

কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, ‘পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে যুগান্তকারী সূচনা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। পর্যটন নগরীসহ কুয়াকাটা পৌরবাসীর মাঝে যেন আনন্দের সীমা নেই।’

কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আঃ বারেক মোল্লা বলেন, ‘পদ্মা সেতু চালুর ফলে দক্ষিণাঞ্চলের মানুষ সামাজিক, অর্থনৈতিকসহ সকল ক্ষেত্রে এগিয়ে যাবে। সব চেয়ে বেশি উপকৃত হবে পর্যটন কেন্দ্র কুয়াকাটা তথা কলাপাড়া উপজেলাবাসী।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *