এই জনদুর্ভোগের শেষ কোথায়?

Slider গ্রাম বাংলা

উন্ননয়নের রোড মডেল গাজীপুর মহানগরের জয়দেবপুর- নীলেরপাড়া- পূবাইল রাস্তা?এই সড়ক দিয়ে প্রতিদিন যুদ্ধ করতে করতে শহরে আসছে হাজার হাজার মানুষ ও যানবাহন।গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মহানগরের পূবাইল কলেজ গেইট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তা পুরোটাই খানাখন্দকে ভরা। পুরো সড়কটি ভেঙ্গে ব্যাবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

যানবাহন আটকে যাচ্ছে সড়কের গর্তে।যানবাহন উল্টে হতাহতের ঘটনা ঘটছে। কিন্তু অদৃশ্য কারণে কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন করছে। ইতো মধ্যে রাস্তাটি ৬০ ফিট প্রসস্থ করার জন্যে জমি অধিগ্রহনের কাজ চলছে, কিন্তু দীর্ঘ প্রক্রিয়ায় ওই কাজ সম্পন্ন হতে এক বছরের অধিক সময় লাগবে বলে জানাগেছে।বর্তমানে সড়কটিতে চলাচলে নগরাসীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ইতো মধ্যে জাতীয় ও স্থানীয় পত্রপত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে রাস্তাটি নিয়ে অনেক প্রতিবেদন প্রকাশ পেয়েছে। কোনকিছুতে কূর্তৃপক্ষের টনক নড়ছেনা। ফলে জনসাধারণের মনে ক্ষোভের সঞ্চার হচ্ছে। সড়কটি যেন দ্রুত মেরামত করে জনদুর্ভোগ কমানো হয় এমনটাই এলাকাবাসির দাবী।

ছবাগুলো ২৩/০৬/২০২২ ইং ওই সড়কের বাঙ্গালগাছ ও ছায়াবিথী এলাকা থেকে তোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *