গাজীপুরঃ গাজীপুরে পলাশী দিবস পালন উপলক্ষে জাতীয়তাবাদী প্রচার দল, গাজীপুর শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম বলেছেন, পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতা বিলীন হবার পরে ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কালুরঘাট বেতারকেন্দ্র থেকে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা।
তিনি বলেন, পলাশীতেও ষড়যন্ত্র ছিলো বাংলাদেশেও ষড়যন্ত্র ছিলো। না হলে স্বাধীনতা ঘোষণার সময় তৎকালীন রাজনৈতিক নেতারা কেউ পাকিস্তানে কেউ ভারতে ছিলেন কেন?
আজ গাজীপুর নগরীর উত্তর রাজবাড়িস্থ একটি অডিটরিয়ামে জাতীয়তাবাদী প্রচার দল, গাজীপুর শাখা আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের জেলার আহ্বায়ক অধ্যাপক আসাদুজ্জামান আকাশ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর জেলা সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন। আরো বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব সিরাজুল ইসলাম, গাজীপুর সদর জিয়া পরিষদের সভাপতি মাফিকুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক আজহার মন্ডল প্রমুখ।