দেশে করোনাভাইরাস ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত

Slider টপ নিউজ

দেশে ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত

দেশে মাহামারি করোনাভাইরাস ওমক্রিন ভ্যারিয়েন্টের নতুন সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে দু’জন বাংলাদেশির শরীরের করোনার এই ধরন শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) আবদুর রশিদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এ তথ্য।

বিশ্ববিদ্যালয়টির জিনোম সেন্টারের একদল গবেষক বিএ.৪/৫ নামের নতুন এই সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত করেছেন।

আবদুর রশিদ জানিয়েছেন, জিনোম সেন্টারের একদল গবেষক যশোরের করোনা আক্রান্ত দুই ব্যক্তির থেকে সংগৃহীত ভাইরাসের স্পাইক প্রোটিন জিনম সিক্যুয়েন্সের মাধ্যমে নতুন এই সাব-ভ্যারিয়েন্টটি শনাক্ত করেন। আক্রান্তদের মধ্যে একজনের বয়স ৪৪ বছর এবং আরেক জনের ৭৯।

এদিকে যবিপ্রবির উপাচার্য ও জিনোম সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, করোনার ওমিক্রনের নতুন এই সাব-ভ্যারিয়েন্টটি সহজেই মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা পাশ কাটাতে পারে। তাই সবার মাস্ক ব্যবহারসহ করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলা গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *