শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে হত্যার হুমকি

Slider জাতীয়
pc-6_130719
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মোবাইল ফোনে মেসেজ পাঠিয়ে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্ত।
শনিবার রাজধানীর রমনা থানায় হুমকির বিষয় উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মন্ত্রীর সহকারী ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) মনমথ রঞ্জন বাড়ৈ।
মনমথ রঞ্জন এ বিষয়ে সমকালকে জানান, বৃহস্পতিবার একটি অচেনা নম্বর থেকে মন্ত্রীর মোবাইল ফোনে একটি মেসেজ আসে। মেসেজে বিভিন্ন অভিযোগে মন্ত্রীকে দোষারোপ করেন প্রেরক। মেসেজের শেষ দিকে এসে অজ্ঞাত এই মেসেজপ্রেরক মন্ত্রী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে উদ্দেশ করে ইংরেজি ও বাংলাভাষার মিশেলে লেখা মেসেজে বলা হয়, ‘তুমি একটা করাপটেড, বিবেকহীন মানুষ। তুমি প্রশ্ন ফাঁস করে পরীক্ষার খাতা বাড়িয়ে আমাদের নতুন প্রজন্মের মেধা, শক্তি ও বুদ্ধিমত্তা ধ্বংস করছো। তুমি অবৈধভাবে পাশ করিয়ে ভুয়া ডাক্তার তৈরি করছো। তাই ভুল চিকিৎসায় অনেক মানুষ মারা যাচ্ছে। আমরা তোমাকে যেখানেই পাবো সেখানেই হত্যা করব। আমরা তোমার ছেলে-মেয়ে, স্ত্রী ও আত্মীয়-স্বজনদেরও আক্রমণ করব। জীবন তোমার জন্য খুব কঠিন হয়ে যাবে।’
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *