নওগাঁর বাজারে কমলো চালের দাম

Slider অর্থ ও বাণিজ্য


নওগাঁ: বেশ কিছুদিন ধরেই চালের বাজারে দাম বৃদ্ধি নিয়ে দেখা দিয়েছে অস্থিরতা। তবে নওগাঁর বাজারে এ দাপট কিছুটা কমে প্রকার ভেদে প্রতি কেজি চালের দাম কমেছে ২ টাকা।

খুচরা বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি কাটারিভোগ চাল বিক্রি হচ্ছে ৬৮ টাকায়, জিরাশাইল ৬০ টাকায় আর স্বর্নাসহ মোটা জাতের চাল বিক্রি হচ্ছে ৪৮ টাকায়। শনিবার (০৪ জুন) সকাল থেকেই সব ধরনের চালের দাম কমেছে ২ টাকা পর্যন্ত।

খুচরা ব্যবসায়ী তাপসিক কুমার জানান, শনিবার থেকে মোকাম গুলোতে চালের দাম কমেছে। ৫০ কেজির বস্তায় ১০০ টাকা পর্যন্ত দাম কমায় খুচরা বাজারেও এর প্রভাব দেখা গেছে। তবে চাহিদা মতো চাল পাওয়া যাচ্ছে না মোকামগুলোতে। দৈনিক চালের চাহিদা ১০ বস্তা হলে মিলছে কেবল ৫-৬ বস্তা।

নওগাঁর মিল মালিক আনিছুর রহমান জানান, শুরু থেকেই বাজারগুলোতে বেশি দামে ধান কিনতে হয়েছে বলে বেশি দামেই চাল বিক্রি করতে হয়েছে। তবে এখন বাজারে ধানের দাম কম। কয়েকদিনের ব্যবধানে সব ধরনের ধানের দাম মণ প্রতি কমেছে দেড় থেকে দুই’শ টাকা।

তিনি আরও বলেন, অবৈধ মজুদদারের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত রাখতে হবে। তাহলে সামনে ধান-চালের দাম আরও কমবে বলে আশা করা যাচ্ছে।

রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ফারুক হোসেন পাটোয়ারী জানান, খাদ্য বিভাগের পাশাপাশি স্থানীয় প্রশাসনের কড়া নজরদারিতে বিভিন্ন মিলে অবৈধ মজুদদারের বিরুদ্ধে অভিযান চলছে। এতে বাজারে কিছুটা কমেছে ধান-চালের দাম। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *