ভোলার নিঝুম দিপের কাছাকাছি সাগর মোহনায় ডুবে যাওয়া ট্রলারের ২৪ জন জেলে নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছেন। এদের মধ্যে অনেকে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাদের হাতিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন রাঙ্গাবালি কোস্টগার্ড দক্ষিণ জোনের কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) শহিদুল ইসলাম। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় নিঝুম দিপের কাছাকাছি সাগর মোহনা ডুবে যায় ‘আল্লাহ মালিক’ নামের একটি ট্রলার। এসময় ২৪ জেলে নিখোঁজ হন। পরে তারা ট্রলারে থাকা বয়ায় (পানিতে ভেসে থাকার বস্তু) করে ভেসে শুক্রবার সকালে নোয়াখালির হাতিয়ার এসে ওঠেন। তাদের অনেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
