বিশ্বে করোনায় আরও ৫২৭ মৃত্যু, শনাক্ত ৩ লাখ ২৬ হাজার

Slider সারাবিশ্ব


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৫২৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ২৬ হাজার ৫৮৬ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৪ লাখ ৭২ হাজার ২৯৫ জন।

এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ১০ হাজার ৮২২ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ কোটি ১৫ লাখ ২৫ হাজার ৬৪৪ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫০ কোটি ২৩ লাখ ৪ হাজার ৬১১ জন।

সোমবার (৩০ মে) সকাল সাড়ে আটটায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ৭৭২ জন রোগীর শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট কোটি ৫৭ লাখ ১৬ হাজার ২১৪ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৩১ হাজার ২৭৩ জন। এছাড়া সুস্থ হয়েছেন আট কোটি ২১ লাখ ৮ হাজার ৩৫২ জন।

ভারতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৬৯৪ জনের। তবে এ সময়ে দেশটিতে কারো মৃত্যুর খবর ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া যায়নি। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার কোটি ৩১ লাখ ৫৪ হাজার ৭৩৭ জনে। তাদের মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ২৪ হাজার ৫৮৬ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ৬১ জন, ইতালিতে ২৭ জন, জাপানে ৩৯ জন, অস্ট্রেলিয়ায় ৩০ জন, রাশিয়ায় ৮৫ জন এবং তাইওয়ানে ১৪৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *