দলের দুঃসময়ে বারবারই তিনি দাঁড়িয়ে যান। এবারো দাঁড়িয়েছেন। মিরপুর টেস্টের গুরুত্বপূর্ণ পঞ্চম ও শেষ দিনে ব্যাট হাতে ফিফটির দেখা পেয়েছেন লিটন কুমার দাস।
এই ফিফটিতে টেস্টে বাংলাদেশের অষ্টম ক্রিকেটার হিসেবে দুই হাজার রান পূর্ণ করলেন লিটন। তৃতীয় দ্রুততম। আগের দু’জন মুমিনুল হক ও তামিম ইকবাল।
১৩০ বলে ফিফটি পূর্ণ করেন লিটন। টেস্ট ক্যারিয়ারে লিটনের ১৩তম ফিফটি। ফিফটির পরপরই বিদায় নেন লিটন। ফার্নান্দোর বলে তার হাতেই ক্যাচ দেন তিনি। থামে তার পথচলা। ১৩৫ বলে তার রান ৫২ রান। ষষ্ঠ উইকেটে রান আসে ১০৩ ।
সাকিবের সাথে এখন ব্যাট করছেন মোসাদ্দেক হোসেন সৈকত। বাংলাদেশের রান ৭ উইকেটে ১৬৩। লিড মাত্র ১৯ রানে। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৩৬৫ রান। জবাবে জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কা করে ৫০৬ রান।