ইউক্রেনের পর স্লোভাকিয়ায় চোখ পুতিনের

Slider সারাবিশ্ব

ইউক্রেনের পর রাশিয়ার পরবর্তী হামলার টার্গেট হতে পারে ইউরোপের আরেক দেশ স্লোভাকিয়া।

দেশটির প্রধানমন্ত্রী এডুয়ার্ড হিগার সম্প্রতি এ আশঙ্কা প্রকাশ করেন।

তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে থামবেন না। ইউক্রেনে জয়ী হলে পুতিন তার দেশকে টার্গেট করবেন।

বৃহস্পতিবার (২৬ মে) ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে (দাভোস) যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন।

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউক্রেন আমাদের প্রতিবেশী। আমরা সম্পূর্ণভাবে তাদের সঙ্গে রয়েছি। তারা তাদের গণতন্ত্র এবং সার্বভৌমত্ব সমুন্নত রাখবে।

তবে যুদ্ধে ইউক্রেন ব্যর্থ হলে রাশিয়া আরও সামনে এগোবে। সুতরাং এটা ইউরোপীয় ইউনিয়নের উপলব্ধি করা খুবই গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *