বিশ্বে বেড়েছে করোনায় মৃত্যু-আক্রান্ত

Slider সারাবিশ্ব

(FILES) In this file photo taken on April 06, 2020 bodies are moved to a refrigeration truck serving as a temporary morgue at Wyckoff Hospital in the Borough of Brooklyn in New York. – The global coronavirus pandemic has sparked an economic “crisis like no other,” sending world GDP plunging 4.9 percent this year and wiping out $12 trillion over two years, the IMF said June 24, 2020. Worldwide business shutdowns destroyed hundreds of millions of jobs, and major economies in Europe face double-digit collapses.The prospects for recovery post-pandemic — like the forecasts themselves — are steeped in “pervasive uncertainty” given the unpredictable path of the virus, the IMF said in its updated World Economic Outlook. (Photo by Bryan R. Smith / AFP)

নিম্নমুখিতার মধ্যেই হঠাৎ করে আবার বেড়ে গেছে বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যু ও আক্রান্তের হার।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, শুক্রবার (২০ মে) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৭৬৩ জনের। যা আগের দিনের চেয়ে কিছুটা বেশি। গতকাল বৃহস্পতিবার করোনায় মৃত্যুর এ সংখ্যা ছিল ১ হাজার ৫৯২।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ লাখ ৮৯ হাজার ৭০০ জন। বৃহস্পতিবার এ সংখ্যা ছিল ৭ লাখ ৭১ হাজার ১৪৫ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫২ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৩৬৮ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৯৭ হাজার ৫৩। আর মোট সুস্থ হয়েছেন ৪৯ কোটি ৫৫ লাখ ৭৬ হাজার ৪২৪ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ৪৪ জন। এছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ২৮ হাজার ৩৩৭ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩১ লাখ ৩১ হাজার ১৩৫ জন সংক্রমিত হয়েছেন। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ৩০৩।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৭ লাখ ৫২ হাজার ২২৬ জন এবং মোট মারা গেছেন ৬ লাখ ৬৫ হাজার ৪৯১ জন।

তালিকার চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছে ২ কোটি ৯২ লাখ ৯১ হাজার ১৪৬ জন। আর সংক্রমিত হয়ে মারা গেছেন ১ লাখ ৪৭ হাজার ৭১৭ জন।

তালিকার পঞ্চম অবস্থানে থাকা জার্মানিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৬০ লাখ ১৩ হাজার ২৮৩ জন। অন্যদিকে সংক্রমিত হয়ে মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ৪৮৮ জন।

যুক্তরাজ্য ষষ্ঠ, রাশিয়া সপ্তম, দক্ষিণ কোরিয়া অষ্টম, ইতালি নবম ও তুরস্ক দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪২তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *