‘প্রধানমন্ত্রীর পদত্যাগ যথেষ্ট নয়, প্রেসিডেন্টকেও পদত্যাগ করতে হবে’

Slider সারাবিশ্ব


লাগাতার আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে। কিন্তু তারপরেও আন্দোলন থামছে না। বরঞ্চ পদত্যাগের পর আরও সহিংস হয়ে উঠেছে শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি। এমন অবস্থায় প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসেরও পদত্যাগ দাবি করেছে দেশটির বামপন্থী দল জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি)। এক ঘোষণায় মার্কসবাদী এ দলটি জানিয়েছে, শুধুমাত্র প্রধানমন্ত্রীর পদত্যাগে এই রাজনৈতিক সংকটের সমাধান হবে না। যতদিন না প্রেসিডেন্ট গোটাবাইয়া পদত্যাগ না করছেন ততদিন এ আন্দোলন চালিয়ে যেতে হবে। এ খবর দিয়েছে ডেইলি মিরর।

জেভিপির সাধারণ সম্পাদক তিলভিন সিলভা এক সংবাদ সম্মেলনে বলেন, আন্দোলনকারীদের অবশ্যই সহিংসতা সৃষ্টি থেকে বিরত থাকতে হবে। শান্তিপূর্ণভাবে এই আন্দোলন অব্যাহত রাখা জরুরি। কারণ সহিংসতা আমাদের উদ্দেশ্য হাসিলে কোনো সুবিধা নিয়ে আসবে না। এটি শুধু প্রতিপক্ষকেই সুবিধা দেবে

তাই আমাদেরকে অবশ্যই শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই আন্দোলন চালিয়ে যেতে হবে। প্রেসিডেন্ট এখনও ক্ষমতায় থাকার সিদ্ধান্ত বদলাননি। তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে।

সিলভা অভিযোগ তুলে বলেন, রাজাপাকসে ভাইয়েরা সন্ত্রাসী বাহিনী দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর আক্রমণ করেছে। এই ঘটনার প্রেক্ষিতে যত সহিংসতা হয়েছে তার দায় রাজাপাকসে ও তাদের দলকেই নিতে হবে। যারা এ হামলার নির্দেশ দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এটি কোনো ক্ষুদ্র ঘটনা নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *