হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মাশরাফী

খেলা


হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। পা কেটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে গেছেন বলে সময় সংবাদকে নিশ্চিত করেছে মাশরাফীর স্বজনরা।

শনিবার (৭ মে) নিজ বাসায় কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লেগে পা কেটে যায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এ অধিনায়কের।

মাশরাফীর স্বজনদের বরাতে সময় সংবাদ নিশ্চিত হয়েছে, কাচের টেবিলে ধাক্কা লাগায় ওপর থেকে মাশরাফীর পায়ের পেছন দিকে কাচ পড়ে। এতে কেটে যায় তার পা।

এ দুর্ঘটনার পর মাশরাফীকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে মাশরাফীর পায়ে ২৭টি সেলাইও করা হয়েছে। জানা গেছে, হাসপাতালটির জরুরী বিভাগে ঘণ্টা দুয়েক পর্যবেক্ষণে থাকার পর বাসায় ফিরে গেছেন তিনি।

জাতীয় দলে না থাকলেও ক্রিকেটটা এখনো ঠিকই চালিয়ে যাচ্ছেন মাশরাফী। কদিন আগেই শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগেও তার সরব উপস্থিতি ছিল। ডিপিএলে খেলেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তার অধীনে দলের পারফরম্যান্সও ছিল সমীহ জাগানিয়া।

১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে মাশরাফীর লিজেন্ডস অব রূপগঞ্জ এবার রানার্স-আপ হয়। এছাড়া প্রথমবারের মতো শিরোপার স্বাদ পায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *